বঙ্গোপসাগরে রোহিঙ্গাসহ ৬ জনকে আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৯ বাংলাদেশি জেলেসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করে সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি জেলে এবং বাকি ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের। মোংলা নৌ ঘাঁটির গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ বিএনএস গোমতির নৌসেনারা একটি ফিশিং বোটসহ এদের আটক করেছে।

এদের মধ্যে বাংলাদেশি ৯ জেলেরা হচ্ছে শাহ আলম মিস্ত্রি (৫০) নোয়াখালী, মো. নুরুল আলম(৪৫) নোয়াখালী, মো. হারুন (৩৫) নোয়াখালী, মো. আলাউদ্দিন (৪৫) নোয়াখালী , মো. নুর হোসেন (৩৭) ভোলা, মো. জাকের হোসেন (৩২) ভোলা, মো. হালিম (৪৮) ভোলা, জাকির হোসেন (৩২) ভোলা, মনির হোসেন (৪৭) লক্ষীপুর। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আটককৃতরা হলেন- নুর আলম(৪০) উখিয়া, আলী জোহার (২৮) উখিয়া, জাহিদ আলম(৩৫) টেকনাফ, মো. জুবায়ের (৩০) টেকনাফ, মো. কামরুল হোসেন(২৩) টেকনাফ ও মো. ইয়াছির(২৫) টেকনাফ।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলেসহ ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় সোপর্দ করেছে নৌ সেনারা। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনী সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...