টিপু-প্রীতি হত্যা প্রতিবেদন জমা পেছাল ৭ বার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ৬:৫২ অপরাহ্ণ

টিপু-প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী ২৯ নভেম্বরের মধ্যে জমা দিতে গোয়েন্দা পুলিশকে আবারও নির্দেশ দিয়েছে আদালত। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার সোমবার (১৭ অক্টোবর) মামলার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। এ নিয়ে মামলার তদন্ত শেষ করতে সাতবার সময় নিয়েছে ডিবি।

গত ২৪ মার্চ ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজশিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতিকে গুলি করে হত্যা করা হয়।

মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের মতিঝিল শাখার সাবেক সাধারণ সম্পাদক টিপুর গাড়ি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ ঘটনায় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান জামাল প্রীতিও (২২) গুলিবিদ্ধ হন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

এর আগে সুমন শিকদার ওরফে মুসাসহ গ্রেপ্তার তিনজন হত্যার দায় স্বীকার করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...