রাজধানীতে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২, ৫:১০ পূর্বাহ্ণ

রাজধানীর আসাদগেট এলাকায় একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন- প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) ও মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, রুবেলের বাসা রাজধানীর গ্রিন রোড এলাকায়। তিনি উত্তরায় একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফেরার পথে আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রুবেলের শরীরের ৬০ শতাংশ ও উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের শারীরিক অবস্থা গুরুতর। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...