প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অবসরে যাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত রোববার ধন্যবাদ প্রস্তাব ও অবসরের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। অবসরের পর আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে।

শূন্য পদে নিয়োগ পেতে বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ও নবম দুই ব্যাচের কর্মকর্তারা চেষ্টা করলে শেষ পর্যন্ত নবম ব্যাচের কর্মকর্তা জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়াকেই দায়িত্ব দেওয়া হলো। তিনি চলতি বছরের ১২ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...