হিরো আলমের জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ

বগুড়া-৬ সদর ও কাহালু নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে ভোটে লড়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমলোচিত ব্যক্তি ও স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচনের জয়ের প্রত্যাশায় ভোটের প্রচারে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। তার নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। শুক্রবার দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান মুনমুন।

নির্বাচনী প্রচারণায় এসে চিত্রনায়িকা মুনমুন বলেন, উত্তরবঙ্গ এসেছিলাম, স্নেহের ছোট ভাই হিরো আলম বললো, ‘আপু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান। ওর কথা ফেলতে পারিনি, ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’

একতারা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ, কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে, সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে।’ তিনি বলেন, ‘হিরো আলম অনেক সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে সংসদ সদস্য নির্বাচিত করুন।’

অপরদিকে, শনিবার সকাল থেকে সমর্থকদের নিয়ে ট্রাকযোগে বগুড়া-৪ নির্বাচনী এলাকার কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান হিরো আলম। ট্রাকে হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। বগুড়া-৬ সদর ও কাহালু-নন্দীগ্রাম আসনে আগামী প্রহেলা ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। বিভিন্ন বাধা পেরিয়ে উচ্চ আদালতের মাধ্যমে ভোটের মাঠে এসছেন হিরো আলম।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...