বাংলাদেশ বাহরাইন চেম্বার এর অনুমোদন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নামের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ও বাহরাইনের ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে এই অগ্রযাত্রা।

সোমবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সাথে বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের বিষয়টি অবহিত করেন।

এর আগে প্রতিনিধি দল বাহরাইন চেম্বার অব কমার্সের সি ই ও ড: আব্দুল্লাহ বাদের আল সাদা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় একটি পরিপূর্ণ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গঠনের পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইনের আহবায়ক ব্যবসায়ী হায়াতুল্লাহ মল্লিক ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...