উড্ডয়নকালে বিমানের চাকা ফাটল ওসমানী বিমানবন্দরে

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০০ অপরাহ্ণ

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়নকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোইং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর চাকা ফেটে যায়।

তিনি আরও জানান, এসময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রানওয়েতে রেখে বিমানের চাকা মেরামত চলছে। পরে সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলেও জানান তিনি।

প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর ফ্লাইট ওঠানামা শুরু করেছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...