সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটেন মেয়র, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ সূধীজন। এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি।
দুই পর্বের আয়োজনে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দ্বীপ কুমার সিংহ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক শামসুল আলম সেলিম, সাংবাদিক শাহ দিদার আলম নোবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আফতাব উদ্দিন, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি স্বপন কুমার সিংহ, জেলা সভাপতি নির্মল কুমার সিংহ, সহ সভাপতি দীপাল কুমার সিংহ, প্রবাসী মিলন সিংহ, ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সমাজসেবী অনিল রাজকুমার, প্রকৌশলী লিপু সিংহ, শিল্পী খোকন ফকির, সাংবাদিক দিগেন সিংহ, সাঈদ চৌধুরী টিপু, আনন্দ সরকার, প্রত্যুষ তালুকদার, সৈয়দ রাসেল, শফি আহমদ, আলম আলমগীর, শামীম আহমদ, শ্যামানন্দ পাল শ্যামল, গোপাল বর্ধন, টুনু তালুকদার, মাধব কর্মকার, শাহ শরিফ উদ্দিন, নাবিল হোসেন, রণজিৎ সিংহ।
আগত অতিথিদের স্বাগত জানান যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, আজমল খান, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সভাপতি প্রভাষক সুমন রায়, স্বজন সুবিনয় আচার্য্য, তাসফিয়া তাসনিম উর্বী, লাবনী আক্তার মিম, শায়লা, রুবিনা, রিয়া, রুহিতসহ স্বজন সদস্যরা। বিজ্ঞপ্তি
Developed by:
Helpline : +88 01712 88 65 03