সব
স্বদেশ বিদেশ ডট কম
জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুসান ওজস্কি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি।
সুসান ওজেৎস্কি জানিয়েছেন, তিনি পরিবারকে বেশি সময় দিতে চান। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে চান। তাছাড়া তার কিছু ব্যক্তিগত প্রোজেক্ট আছে, সেই নিয়ে কাজ করার ইচ্ছা আছে তার।
নীল মোহন যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। তিনি ২০০৮ সালে গুগলে যোগদান করেন। ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার হন।
নীল মোহনের হাত ধরে তৈরি হয় ইউটিউবের একটি শীর্ষস্থানীয় দল এবং ইউএক্স দল। তারা বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম এবং শর্টস এগুলো নিয়ে এসেছেন।
মোহন গুগলেরই আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কাজ করেছেন। ডাবলক্লিক নামের প্রতিষ্ঠানটি ২০০৭ সালে কিনে নেয় গুগল। এছাড়া তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে এন্ড ভিডিও এডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: দ্য টাইমস অফ হিন্দুস্থান
Developed by:
Helpline : +88 01712 88 65 03