সব
স্বদেশ বিদেশ ডট কম
৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা ব্রেন্ডান ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছিলেন এলভিস ছবির অভিনেতা অস্টিন বাটলার, দ্য বানসিস অব ইনসেরিনের কলিন ফেরাল, আফটারসান ছবির পল মেসকাল এবং লিভিংয়ের বিল নাইগি।
অপরদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এশীয় বংশোদ্ভূত অভিনেত্রী মিশেল ইয়ো। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমায় পারফরম্যান্সের জন্য তিনি এককভাবে এ পুরস্কার পেয়েছেন।
এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তার নামক ছবির অভিনেত্রী ক্যাট ব্লানচেট, ব্লন্ডের অ্যানা দে আরমাস, দ্য লেসলির আন্দ্রে রিসবোরো, দ্য ফ্যাবলমেনস ছবির মিশেল উইলিয়ামস।
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এরই মধ্যে পাঁচটি পুরস্কার জয় করেছে অ্যাবসার্ড কমেডি-ড্রামা ধারার ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’।
Developed by:
Helpline : +88 01712 88 65 03