সিলেটে ৮ ইউপি নির্বাচন : চেয়ারম্যান পদে বিএনপি ৫টি ও আ’লীগ ৩টিতে বিজয়ী 

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ

সিলেটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। দুই উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চা শ্রমিক নেতা রাজু গোয়ালাকে হারিয়ে আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা মো. সফিকুর রহমান বিজয়ী হয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে রাজু গোয়ালা পেয়েছেন ৪৩১০টি ভোট। আনারস প্রতীকে সফিকুর রহমান ৭১৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর চশমা প্রতীকের প্রার্থী রফিক আহমদ পেয়েছেন ৮২৬টি ভোট।
একই উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো. দিলোয়ার হোসেন। তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া ৪নং খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বদরুল ইসলাম আজাদ। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তিন ইউপিতে আওয়ামী লীগ ও দুটি বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
১নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তায়ফুর রহমান শাহিন। ২নং মাইজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী শিপু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...