সব
স্বদেশ বিদেশ ডট কম
সাউন্ডেক ক্যারম ক্লাব ইউকে আয়োজিত ক্রিসমাস ডাবুল এবং নতুন বৎসর সিঙ্গেল ক্যারম চ্যাম্পিয়ন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব ভবণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোপলার ক্যারম একাডেমির প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান চৌধুরী লিজুর সভাপতিত্বে ও সাউন্ডেক ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পীকার কাউন্সিলর শাফী আহমদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন আহমদ।
এসময় ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি আব্দুর রহমান খান সুজা।
টুর্নামেন্টে ক্রিসমাস ডাবুল ক্যারমে চ্যাম্পিয়ন হন সুজা ও সাঈক জুটি এবং সামছুল ও রনি জুটি রানার্স আপ। সিঙ্গেল ক্যারম খেলায় চ্যাম্পিয়ন শেখ শাহিন ও রানার্স আপ ফখরুল ইসলাম। বিজয়ীদের হাতে সার্টিফিকেটে, নগদ অর্থ ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
Developed by:
Helpline : +88 01712 88 65 03