রেকর্ড গড়ে মুশফিকের সেঞ্চুরি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি।

আইরিশদের বিপক্ষে এদিন ৬ নাম্বারে ব্যাট করতে নেমে গড়েন দারুণ এক কীর্তি। যেই কীর্তি এতোদিন ছিল কেবল সাকিব আল হাসানের নামের পাশে। আজ তিনি তা করে দেখালেন নিজে। জানান দিলেন চাইলে তিনিও পারেন। এভাবেই ফিরতে হয়।

এদিন সেঞ্চুরি হাঁকাতে মাত্র ৬০ বল মোকাবেলা করেছেন মুশফিক। হাঁকিয়েছেন ২টি ছয় ও ১৪টি চার। এর আগে এই রেকর্ডটি এতোদিন ছিল সাকিবের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে ৬৩ বল খেলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব।

দ্রুততম সেঞ্চুরির দিনে তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানেই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...