প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী রাষ্ট্রপতি তথ্য কমিশনের তথ্য কমিশনার আবদুল মালেককে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবদুল মালেক এর আগে তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...