সিলেট জেলা স্টেডিয়ামে তারিক কাজীর অভিষেক গোলে বাংলাদেশের জয়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম গোল পেলেন ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক রায়হান কাজী। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এলিটা কিংসলেরও অভিষেক হলো। এমন ম্যাচটা জয় দিয়েই স্মরণীয় করে রাখল বাংলাদেশ।

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তারিক একমাত্র গোলটি করেন ৪২তম মিনিটে।

বাংলাদেশের গোলটির উৎস ছিল অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক। জামাল কিক নেওয়ার পর প্রথমে ব্র্যান্ডন শ্যাফি মোলে হেড করার পর হেডেই জাল খুঁজে নেন ডিফেন্ডার তারিক কাজী।

আগের দিনই আভাস পাওয়া গিয়েছিল এ ম্যাচে অভিষেক হতে পারে এলিটার। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা তাকে শুরুর একাদশে না রাখলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামান।

এলিটা শেষ দিকে গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। সিশেলস শেষ দিকে চাপ তৈরি করে। বিশেষ করে ৮৬তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে বাংলাদেশের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল দলটি।

তবে এ ম্যাচে মাঠের গ্যালারি ছিল ফাঁকা। সিলেটে খেলা হলে যেটা সাধারণত হয় না। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী মঙ্গলবার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...