সব
আন্তর্জাতিক ডেস্ক
৫১ বছর পর আবার হচ্ছে চন্দ্রাভিযান। সোমবার দলও ঘোষণা করেছে নাসা। এবারের চন্দ্রাভিযানে তিন ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এক সঙ্গে। এই প্রথম চাঁদে যাচ্ছেন কোনো নারী। তার নাম ক্রিস্টিনা কোচ। একই সঙ্গে প্রথমবার চাঁদে যাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ। তার নাম ভিক্টর গ্লোভার। এবারই প্রথম চাঁদে যাবেন কানাডার কোনো নাগরিক।
৫১ বছরের বেশি সময় পর আবার চাঁদে মানুষের পা পড়তে চলেছে। আগামী বছর নাসা চাঁদের যে মিশন তৈরি করছে, তার নাম দেওয়া হয়েছে আরটেমিস টু লুনার মিশন।
নাসার তিনজন মহাকাশযাত্রী এই মিশনে যোগ দেবেন। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারে দীর্ঘদিন কাজ করেছেন। নারী হিসেবে সবচেয়ে বেশিদিন মহাকাশের গবেষণাগারে সময় কাটিয়েছেন চাঁদে পা দিতে যাওয়া ক্রিস্টিনা কোচ। সবমিলিয়ে তিনি সেখানে ছিলেন ১১ মাস।
বস্তুত, এর আগে শেষ কোনো মহাকাশচারী চাঁদে গিয়েছিলেন ১৯৭২ সালে। সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম ছিল অ্যাপোলো এক্সপ্লোরেশন। চাঁদে পৌঁছানোর পর প্রথমে তার কক্ষপথ ঘুরে দেখবেন মহাকাশচারীরা। তারপর তারা চাঁদে পা দেবেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03