রাষ্ট্রদূত শামীম আহসানকে নিয়ে একটি মহলের ষড়যন্ত্র

ইতালি প্রতিনিধি,

  • প্রকাশিত: ৬ জুন ২০২৩, ১১:৫২ অপরাহ্ণ

রাষ্ট্রদূত শামীম আহসান বদলি সংক্রান্ত সংবাদ সঠিক নয় 

রোম দূতাবাসে বর্তমান রাষ্ট্রদূত শামীম আহসান যোগদানের পর সেবার মান আমূল পরিবর্তন সহ দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নেন। সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার ও সেবার মান বৃদ্ধি পাচ্ছিল। তিনি প্রবাস বান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছিলেন। এবং প্রবাসীরা যখন সন্তুষ্টি প্রকাশ করছিল তখন একটি মহল রাষ্ট্রদূতকে যেন আজই বদলি করে ফেলেন এ সংক্রান্ত একটি নিউজ সামাজিক মাধ্যমে শেয়ার করেন ঐ চক্রটি। আমাদের প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরে যোগাযোগ করলে তারা জানান যে শামীম আহসান এর মতো একজন মেধাবী দক্ষ  রাষ্ট্রদূতের বদলি সংক্রান্ত সুনির্দিষ্ট কোন তথ্য ওনাদের জানা নেই।
তবে একটি সূত্র বলছে ফরেন ক্যাডারের কাউকে বদলি করতে হলে অনেক সময় দরকার। যে দেশে যাবে সে দেশের নো অবজেকশন লেটার সহ দুই দেশের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালি হয় যা কয়েক মাস লেগে যায়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...