সব
আন্তর্জাতিক ডেস্ক,
পাকিস্তানের দুই ফুট উচ্চতার বর বুরহান চিশতি নরওয়ের রাজধানী অসলোতে নিজের বিয়ের অনুষ্ঠানে নেচে গেয়ে মাত করলেন। পাঞ্জাবের ছেলে বুরহানের এ নর্ত-কুর্দন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খবর গালফ নিউজের।
বর দুই ফুট হলেও কনে কিন্তু সাড়ে ৫ ফুটের এক পরমা সুন্দরী। বিয়ের ওই অনুষ্ঠানে অনেক রথী-মহারথীরাও ছিলেন। গতির দানবখ্যাত পাক ক্রিকেটার শোয়েব আখতার থেকে শুরু করে বলিউড সুপারস্টার সালমান খানও ছিলেন তার বিয়েতে।
পলিওতে আক্রান্ত হয়ে দেহের গঠন বাধাগ্রস্ত হয়ে মাত্র দুই ফুটেই থেমে যায় বুরহান চিশতির উচ্চতা। কিন্তু তার বিয়েতে কোনো উৎসব আয়োজনের কমতি রাখেনি তার পরিবার।
Developed by: Helpline : +88 01712 88 65 03