সিলেট নগরীতে অস্ত্রসহ ৬ কিশোর আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ১:০৫ অপরাহ্ণ


সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে অস্ত্রসহ ৬ কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা ও ৫টি স্ট্যাম্প জব্দ করা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশ কুয়ারপাড় এলাকা অভিযান চালিয়ে একটি ক্লাবঘর থেকে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের নায়েব আলীর ছেলে সোহাগ (১৭), নগরীর হাউজিং এস্টেট এলাকার মানিক মিয়ার ছেলে পলাশ (১৮), নগরের উত্তর বাগবাড়ি এলাকার বাসিন্দা কিশোরগঞ্জের নুরুল হকের ছেলে হাবিবুল হক আশিক (১৭), সিলেট সদর উপজেলার টিলাগাঁওয়ের লোকমান মিয়ার ছেলে ফরহাদ (১৬), নগরের মদিনা মার্কেট আল মদিনা এলাকার বাসিন্দা ও সিলেট সদর উপজেলার জালালাবাদ কালিরগাঁওয়ের সমেজ আলীর ছেলে শাহ আলম (১৬), সদর উপজেলার টিলাগাঁওয়ের ফয়জুল ইসলামের ছেলে সোহাগ (১৭)।

পুলিশ জানায়, আটককৃত কিশোররা ঘটনার সময় সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ক্লাবঘরের ভেতর থেকে তাদের আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ৬ কিশোর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...