সব
বালাগঞ্জ প্রতিনিধি,
বালাগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও হল রুমে দুপুরে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।
আলোচনায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচাজ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার,,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, পল্লী বিদ্যুৎ এর এজিএম কম মোঃ আব্দুল বাতেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারীপ্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্ত্তী, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস,পশ্চিমগৌরিপুরের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গীতা রানী মোদক, বালাগঞ্জ ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শাহাব উদ্দিন শাহীন, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, ইউএনও সিএ মোঃ দারা মিয়া, উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা।
সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও যুব সমাজদের বেকারত্ব দুর করন, সহ বালাগঞ্জ উপজেলার সর্বত্র নদী, খাল বিল থেকে অবৈধ ভাবে বস্তা জাল কারেন্ট জাল বন্ধের ব্যপারে আলোচনা হয়। এছাড়া চুরি ডাকাতি বন্ধে বিভিন্ন বাজারগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্বান্ত নেয়া হয়। আগামী মাস থেকে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সকল সদস্যদের নির্ধারিত সময়ে আসার জন্য অনুরোধ করা হয়।
Developed by: Helpline : +88 01712 88 65 03