জগন্নাথপুর উপজেলার মিরপুরে উপ-নির্বাচন সোমবার

জগন্নাথপুর প্রতিনিধি:,

  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ২:০৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীররাত পর্যন্ত চলছে প্রচার প্রচারণা। প্রার্থী ও তাদের সমর্থকরা যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। গনসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনী সভা-সমাবেশসহ নানামূখী প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে জনপদ। ইতিমধ্যে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার ছেয়ে গেছে সর্বত্র।

স্থানীয় একাধিক সুত্র জানায়, আইনি জটিলতা নিরসনের পর দীর্ঘ ১৬ বছর পর মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার নির্বাচনী তফশিল ঘোষনার পর পরই এলাকা উৎসবমুখর হয়ে উঠে। চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তাঁরা হলেন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুল কাদির (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মাহবুবুল হক শেরিন (আনারস), জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী আব্বাস মিয়া (লাঙল) আঞ্জুমানে আল ইসলাহ মনোনীত প্রার্থী শওকত হোসেন (চশমা) স্বতস্ত্র প্রার্থী সাহাব আলী (টেলিফোন) ও আলতাবুর রহমান আলতা ( মোটরসাইকেল)।

এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৬জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় মাঠে রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারণা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...