সব
স্বদেশ বিদেশ ডট কম
নিউইয়র্কের ব্রুকলিনে একটি সামাজিক ক্লাবে গোলাগুলিতে অন্তত চারজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার সকালের দিকে ব্রুকলিনের ওই ক্লাবে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।
আর নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তার ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনো জানা যায়নি।
তিনি বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।
Developed by: Helpline : +88 01712 88 65 03