সব
বিনোদন ডেস্ক,
সবাইকে কাঁদিয়ে গতকাল সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার আলাউদ্দিন আলী। কিংবদন্তি এই সুরকারের মৃত্যুতে শোবিজে নেমেছে শোকের ছায়া।
গীতিকার কবির বকুল জানিয়েছেন, আজ সোমবার (১০ আগস্ট) বাদ জোহর খিলগাঁও মূর-ই বাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আলাউদ্দিন আলীর। এরপর বেলা ২টা ৩০ মিনিটে এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আলাউদ্দিন আলী।
একাধারে গীতিকার,সুরকার, বেহালাবদাক ও সংগীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী। তার সুরে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যেগুলো আজও শ্রোতারা গুনগুন করে গায়। পাঁচ হাজারেরও বেশি গানে সুরারোপ করেছেন এই কিংবদন্তি।
Developed by: Helpline : +88 01712 88 65 03