সব
স্বদেশ বিদেশ ডট কম
হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ তক্ষকটি উদ্ধার করে সদর থানার কাছে হস্তান্ত করে।
সদর উপজেলার চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, রোববার সন্ধায় উমেদনগর পুরানহাটি এলাকার মহিবুর রহমানের ছেলে শিহাব (১৭) বাড়ির পাশ্ববর্তী একটি ঝোপ থেকে তক্ষকটি উদ্ধার করে। পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসিম পুলিশকে অবগত করে। পরে চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তক্ষকটির ওজন ৮০ গ্রাম। তবে বাজার দর তাদের জানা নেই। তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03