সব
স্পোর্টস ডেস্ক,
বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩০ এপ্রিল। বাফুফে এপ্রিলের ২০ তারিখ নির্বাচনের দিন ধার্য করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। অবশেষে স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বাফুফে।
স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতদিন ধরে পুরনো কমিটই দায়িত্ব পালন করে আসছিল ফিফার অনুমতি নিয়ে তবে শর্ত ছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই দ্রুত নির্বাচন করতে হবে। গতকাল সোমবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুশীলন ও খেলাধুলা চালু করার। এরপর বাফুফের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দিয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03