সব
আন্তর্জাতিক ডেস্ক,
বিশ্বের প্রথম করোনা ভাইরানের ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়ে তা নিজের মেয়ের শরীরে পুশ করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। পরীক্ষার সময় ভ্যাকসিনটি মানবদেহে কার্যকর বলে দাবি করেছেন তিনি। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
প্রয়োজনীয় পরীক্ষা করেই ভ্যাকসিনটি ব্যবহার করা হয়েছে বলে জোড় দিয়ে বলেছেন পুতিন। তার মেয়ের শরীরে ভ্যাকসিন পুশ করা পর শরীরিক অবস্থা ভালো বলেও জানান পুতিন। পরবর্তী ধাপে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অন্যান্যদের মধ্যে এ ভ্যাকসিন পুশ করা হবে বলে জানানো হয়। সারাবিশ্বে ১৬০টির বেশি ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে।
ইতোমধ্যে ২৭টি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যাদের মাঝে অক্সফোর্ড বিশ্ববিদ্যালের ভ্যাকসিনকে বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রতিষেধক হিসেবে বিবেচনা করো হতো। তবে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিনটির রেজিষ্ট্রেশন দেয়ার ঘোষণা দিয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03