সৌদি ক্রাউন প্রিন্সকে মার্কিন আদালতে তলব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ৩:১৯ পূর্বাহ্ণ

সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে সৌদি প্রিন্সকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আল-জাবরি নিজেই এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।

আল-জাবরির অভিযোগ, তাকে হত্যার জন্য কানাডায় হিট স্কোয়াড পাঠিয়েছিলেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া রাজ্যের এক জেলা আদালতে। গত শুক্রবার বিন সালমানকে সেখানে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। মামলায় সৌদি যুবরাজ ছাড়াও আরো ১২ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়।

বিন সালমানসহ মামলায় অভিযুক্তদের তলব করে আদালত বলেছে, যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বেশ কিছু তথ্য স্পর্শকাতর, মানবতাবিরোধী। আপনারা সাড়া দিতে দেরি করলে আদালত সব অভিযোগ আমলে নিয়ে বিচারকার্য শুরু করে দেবে।

আল জাজিরা বলছে, আল জাবরি বর্তমানে কানাডায় বসবাস করছেন। তাকে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যে রেখেছে।।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...