সব
স্পোর্টস ডেস্ক,
এক সপ্তাহ আগেই উইলিয়ান ঘোষণা দিয়েছিলেন চেলসি ছেড়ে নতুন মৌসুমে আর্সেনালে ঘর বাঁধবেন। শুক্রবার এ ব্যাপারটির সত্যতা নিশ্চিত করলো গার্নাররা। এদিন ব্রাজিল উইঙ্গারের সঙ্গে তিন বছরের চুক্তি করছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
উইলিয়ানকে দলে টানার ব্যাপারটি দারুণ মনে হয়েছে কোচ মিকেল অ্যারস্টার। এ ব্যাপারে তিনি বলেন, ‘ আমি বিশ্বাস করি, সে এমন একজন খেলোয়াড় অন্য দলের সঙ্গে আমাদের ব্যবধান গড়ে দিতে পারবে। আমরা গত কয়েক মাস তাকে পর্যবেক্ষণ করেছি। তাতে মনে হয়েছে তিনি তিন অথবা চারটি ভিন্ন জায়গায় খেলতে পারেন।’
এরআগে উইলিয়ান টানা ৭ বছর খেলেছেন চেলসিতে। ক্লাবটির হয়ে ব্রাজিলের এ তারকা মোট ৩৩৯ ম্যাচ খেলেছেন। এর মধ্যে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও ইউরোপা লিগ। এছাড়া ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন দুবার।
Developed by: Helpline : +88 01712 88 65 03