মানুষমুখো অদ্ভুত মাছ!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ণ

রূপকথায় হয়তো আমরা মৎসকন্যা কথা শুনেছি। মৎসকন্যার কথা গল্পে থাকলেও এবার মানুষ মুখো মাছের দেখা পাওয়া গেছে। এর আগেও একবার মানুষের মতো দেখতে মাছের সন্ধান মিলেছিল। কিন্তু সেবার দেখা পাওয়া ওই মাছটির অস্পষ্ট ছবির কারণে এ নিয়ে ধোঁয়াশাও দেখা দেয়। অনেকেই এটিকে বিশ্বাস করতে পারেননি। বেশিরভাগই উড়িয়ে দিয়েছিলেন ফটোশপের কারসাজি বলে।

তবে এবার আসলেই মানুষের ঠোট-দাঁতের মতো ঠোঁট-দাঁতঅলা মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ পাওয়া যায়। এই মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতেই ভাইরাল হয়ে যায়।

জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক জলাশয়ে দেখতে পাওয়া যায় এই মানুষের মতো ঠোঁট-দাঁতঅলা মাছটি। এর নাম ট্রিগার ফিশ। দুটি রঙে বিভক্ত মাছটির শরীর। আর দুটি রঙের বিভাজনে আবার রয়েছেলাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। লম্বাটে মুখের মাছটির চোখের সামনে ধূসর রঙের সীমানা। যা দেখতে আবার খানিকটা বেল্টের মতো!

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...