সব
প্রবাস ডেস্ক,
ঢাকার কেরানীগঞ্জের আলুকান্দা এলাকার বাসিন্দা জালাল হোসেনের মেজো ছেলে রেমিটেন্স যোদ্ধা ফারুক হোসেন (৩৫) অসুস্থ হয়ে কুয়েতের একটি সরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাতে ফারুক মারা যান। ফারুকের সহকর্মীরা তার শুক্রবার রাতে পরিবারকে এতথ্য জানিয়ে মৃতুদেহের ছবি পাঠিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জামায় প্রবাসী ফারুক হোসেন মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।
কুয়েত প্রবাসী ফারুকে অকাল মৃত্যুতে তাদের পরিবারের মাঝে শোকের ছায়া ভিরাজ করছে। ফারুকের স্বজনরা তার লাশ কুয়েত থেকে বাংলাদেশে ফেরৎ আনতে সরকারের সহযোগীতা চেয়েছেন।
স্বজনরা জানান, সরকারের সহযোগীতা পেলে দ্রুত সময় কুয়েত থেকে ফারুকের লাশ দেশে ফেরৎ আনা সম্ভাব হবে।
Developed by: Helpline : +88 01712 88 65 03