সব
স্বদেশ বিদেশ ডট কম
মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি পুকুরে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে পুকুরে নৌকায় করে ঘুড়তে নামে ৮-৯ জন শিশু। এসময় নৌকা ডুবে মোঃ আরাফাত(৮), হাফসা(৭) ও তন্দ্রার(১২) মৃত্যু হয়।
নিহত তিন শিশু হলো, সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জলের ছেলে মোঃ আরাফাত(৮), পশ্চিম দেওভোগ গ্রামেরওঃ আজিমের মেয়ে হাফসা(৭), ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা(১২)।
নিহত আরাফাতের চাচা মোঃ আনোয়ার হোসেন জানান, দুইদিন আগে আরাফাতের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে এসেছিল তারা। স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৮-৯ জন শিশু ঘুড়ছিল। এক পর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়। এসময় বাকিরা উদ্ধার হলেও তিনজন শিশু নিখোঁজ থাকে। ৩০ মিনিট ধরে খোজাখুজি করে তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03