সব
স্পোর্টস ডেস্ক,
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিসিবির আয়োজনে ঢাকাস্থ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিচ্ছেন তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।
আজ রোববার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের এই অনুশীলনে মুশফিক-মুমিনুলদের সঙ্গে ব্যাটিং, বোলিং, রানিং ও জিম সেশনে এই দুই টাইগারকে দেখা যাবে।
সূচি অনুযায়ী, তামিম সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মিরপুরের মূল মাঠে রানিং ও জিম করবেন। এরপর ১১টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত ইনডোরে ব্যাটিং করবেন।
মোস্তাফিজ সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত একাডেমি মাঠে বোলিং অনুশীলন করবেন। এরপর ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জিম এবং অ্যাকাডেমি মাঠে রানিং করবেন।
এছাড়াও তৃতীয় ধাপের প্রথম দিনে অনুশীলন করবেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।
Developed by: Helpline : +88 01712 88 65 03