সব
বিজ্ঞপ্তি,
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেটে জেলা বিএনপি।
শনিবার বাদ আসর নগরীর সোবহানীঘাট (যতরপুরস্থ) মৌবন জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত মাহফিল অনুষ্ঠিত। ১৫ আগষ্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং ১২ আগষ্ট মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল সহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, করোনা সহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের মাগফেরাত, অসুস্থদের জন্য সুস্থতা কামনা, বন্যায় ক্ষতিগ্রহমশ বানভাসী মানুষের দুঃখ-দুর্দশা থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মরহুম এম এ হকের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: মঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিলেট মহানগর বিএনপির সহ-কোষাধ্যক্ষ শেখ মো: ইলিয়াস আলী, জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সাবেক ছাত্রদল নেতা সুমেল আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক ইলিয়াস মিয়া, শ্রমিক নেতা রফিক মিয়া, শাহীন আহমদ, ইব্রাহিম মিয়া, মনির মিয়া, ছাত্রদল নেতা জুয়েল আহমদ দিপু, আব্দুল আজিজ মুন্না, সৈয়দ মিনহাজ, আলি আহমদ, রহমান আহমদ বকুল, সাব্বির হোসেন, জাফরুল মিয়া, অনিক মিয়া ও সাহান মিয়া প্রমূখ।
Developed by: Helpline : +88 01712 88 65 03