সব
স্পোর্টস ডেস্ক,
বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ টানা চার ম্যাচ হারলেও ব্যক্তিগত প্রতিভা ছড়িয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। প্রথম রাউন্ডে তিনি হারিয়েছিলেন জার্মান গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলসকে। চতুর্থ রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গেম পয়েন্টে হারলেও ফাহাদ হারিয়ে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার কুইবোকারভ তেমুরকে।
চতুর্থ রাউন্ডে জিতেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও। তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ান গ্র্যান্ডমাস্টর ম্যাক্স ইলিংওয়ার্থকে। চতুর্থ রাউন্ডে হেরেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা শিরিন ও ওয়ালিজা।
তবে প্রতিপক্ষের রেটিং বিবেচনায় জিয়া, শিরিন, ওয়ালিজার জেতা উচিত ছিল। ম্যাচটি জিতলে বাংলাদেশ অবস্থান উপরে তুলতে পারতো।
পঞ্চম রাউন্ডে বাংলাদেশ শোচনীয়ভাবে ৬-০ গেম পয়েন্টে হেরেছে বুলগেরিয়ার কাছে। এখন ষষ্ঠ রাউন্ড খেলবে কিরগিজস্তানের বিরুদ্ধে। পঞ্চম রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে ১০ দেশের মধ্যে নবম স্থানে বাংলাদেশ। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বুলগেরিয়া।
Developed by: Helpline : +88 01712 88 65 03