চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুমন আলী (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে সুমন মারা যান বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

নিহত সুমন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে।

মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন জানান, সুমনসহ আরও কয়েকজন শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে এসময় দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুমন। পরে তার সহযোগিরা মরদেহ নিয়ে ফিরে আসে।

শিংনগর সীমান্তের ঘটনস্থলের ওপারে বিএসএফের দৌলতপুর ও শোভাপুর ক্যাম্প। তবে কোন ক্যাম্পের সদস্যদের গুলিতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[১] [২] [৩]