সব
স্পোর্টস ডেস্ক,
শেষ আটের লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল লাইপজিগ। ভয়ডরহীন ফুটবল খেলে ক্লাব ইতিহাসে প্রথমবার ওঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। সেমিতেও দারুণ কিছু করার স্বপ্ন দেখে। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্কোনিয়োসদের সামনে পেরে ওঠেনি। লাইপজিগের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে প্যারিসের ক্লাব পিএসজি।
লিসবনে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে মার্কিনিয়োসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন হুয়ান বের্নাত।
দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁ। এই ম্যাচের বিজয়ীর বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে টমাস টুখেলের দল।
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখা পিএসজির সামনে এখন অধরা ইউরোপ সেরার মুকুটের হাতছানি।
Developed by: Helpline : +88 01712 88 65 03