চ্যাম্পিয়নস লিগ : ফাইনালে বায়ার্ন মিউনিখকে পেলেন নেইমাররা

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ৬:০৮ পূর্বাহ্ণ

সেমিফাইনালে অলিম্পিক লিওঁরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের ফলে ফাইনাল নিশ্চিত হলো দলের।

প্রথম সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারায় পিএসজি। ফলে ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইতিহাসের প্রথমবার ফাইনালে উঠা পিএসজি। শিরোপা লড়াইয়ে আগামী রোববার পিএসজির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

করোনা আসার পর ফুটবলে নিয়মনীতির যেসব পরিবর্তন এসেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না। করোনা-পরবর্তী সময়ে জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে—এই ভয়ে উয়েফা প্রোটোকল জারি করেছে, জার্সি বদল নয়। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...