সব
প্রবাস ডেস্ক,
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৈয়দ বজলুল আলী ওরফে বাবু (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ওয়ারেন সিটির রায়ান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুর দেশের বাড়ি সিলেটের মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড়ে। তিনি মরহুম সৈয়দ সরফরাজ আলীর ছেলে ও সাবেক এমপি সৈয়দা হাসনা বেগমের ছোট ভাই।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে নিজে গাড়ি ড্রাইভ করে ঔষদ কিনতে ফার্মেসিতে যান বজলু্ল আলী বাবু। ঔষদ কিনে বাসায় ফেরার পথে গাড়ি চালানো অবস্থায় বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তার চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন বজলুল আলী বাবু। স্বজনরা জানান, তার স্ত্রী ঘটনার পর থেকে অজ্ঞান হয়ে আছেন। ছেলে-মেয়েরা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের পরিচিত মুখ বাবুর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03