সব
প্রবাস ডেস্ক,
বৃহত্তর সিলেটের ব্যাডমিণ্টন চ্যাম্পিয়ন সাবেক খেলোয়াড় জনাব ফুলাদ আহমেদকে এক অভ্যর্থনা ও প্রীতি ভোজের আয়োজন করে বাংলা দেশ করাপশন ফ্রি ক্লাব।১৬ই অগাষ্ট- বাতিরুল হক সরদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংঘঠনের সভাপতি বদরুল ইসলাম বাদশা ।
সভায় বক্তব্য রাখেন শাবুল শামছুজ্জামান, মোহাম্মদ দিনার আহমেদ, জিল্লুল করিম চৌধুরী, মোহাম্মদ শওকত, শাহ্ নুরুল আমীন, রেদওয়ান খান, ছালিক আহমেদ, জয়েদ আহমদ(শাহিন), মোঃ নওশেদ নূর, মোঃ সেলিম হোসেন,শামীম আহমেদ,ফকরুল ইসলাম,কামরুল হাসান কয়েস, সৈয়দ রহমান (বজলু), মোহাম্মদ বাবরুল হোসেইন জগলু, মোঃ শামীম আহাদ,আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল আহাদ, এহিয়া আহমেদ,শামীম আজাদ,মোহাম্মদ কয়েছ,শাহীন আহমেদ জয়াদ প্রমূখ ।
সভায় বক্তারা বাংলা দেশ করাপশন ফ্রি ক্লাবের বিভিন্ন উদ্দোগের ভূয়সী প্রশংসা করেন এবং দেশে যে ভাবে দিন দিন দুর্নীতি বেড়ে চলেছে তার জন্য সবাইকে এক সঙ্গে প্রতিবাদ করার জন্য আহবান করা হয় । ফুলাদ আহমেদকে সূদুর লীডস থেকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় । প্রীতি ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Developed by: Helpline : +88 01712 88 65 03