সব
সিলেট অফিস,
সিলেটে একটি বাড়িতে সিগারেটের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮ টার দিকে নগরীর দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর স্টেশন অফিসার যিশু তালুকদার জানান, খবর পেয়ে দমকল বাহিনীর ২টি টিমের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৩টি কক্ষ পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্টেশন অফিসার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
বাড়িটি নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ভাড়া নিয়েছে। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরাও থাকেন। এছাড়া বাড়িটিতে ডেকোরেশনের মালামালও ছিল।
Developed by: Helpline : +88 01712 88 65 03