সব
স্বদেশ বিদেশ ডট কম
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। আজ রোববার (২৩ আগস্ট) সকালে ধর্মসচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের এ তথ্য জানান। শনিবার তিনি সপরিবারে করোনা আক্রান্ত হোন।
মো. যুবায়ের জানান, শনিবার (২২ আগস্ট) ধর্মসচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে একান্ত সচিব বলেন, শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন, তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই।
Developed by: Helpline : +88 01712 88 65 03