ভারতে একদিনেই ৭০ হাজারের বেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১:০৩ অপরাহ্ণ

মহামারি করোনা ভাইরাসে ভারতে একদিনে ৭০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে গত ১৮ দিন ধরেই প্রতিদিনই বিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হচ্ছে। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি। তার পরেই রয়েছে তামিল নাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

এখন পর্যন্ত সেখানে করোনায় ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত ৩০ লাখ ছাড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ৮০ হাজারের বেশি, শনাক্ত প্রায় ৫৮ লাখ ৪১ ছাড়িয়েছে। ব্রাজিলে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছে, শনাক্ত ৩৫ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

এদিকে, আবারো ইউরোপজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। জার্মানিতে এপ্রিলের পর শনিবার সর্বোচ্চ দুই হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতালিতেও ১২ই মে’র পর একদিনে করোনা শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৮ হাজার ছাড়িয়েছে; শনাক্ত ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজারের বেশি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...