সব
স্বদেশ বিদেশ ডট কম
বিদেশফেরত ২১৯ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, কুয়েতে ১৪১ জন, কাতারে ৩৯ জন এবং বাহরাইনে ৩৯ জনসহ মোট ২১৯ জন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সেসব দেশের কারাগারে বন্দি ছিলেন। এরপর তারা দেশে ফিরলে তাদের হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়। তারা বিদেশে অপরাধ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তারা হোম কোয়ারেনটাইন সেন্টারে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রচার এবং বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন। এছাড়া বিদেশফেরতদের নাম-ঠিকানাও যাচাই-বাছাই করা হয়নি। এ অবস্থায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ এ জামিনের বিরোধিতা করেন। সব পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03