সব
স্বদেশ বিদেশ ডট কম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে হাওলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শামীম (২৬) ও রাকিব (১৬)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার হাওলি গ্রামে একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধে জড়ায় দুই পরিবার। এ নিয়ে সেসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সোমবার সকাল আবারও এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়, এ সময় তারা সংঘর্ষে জড়ালে দুই ভাইকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ পরিবার। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন সেখানে চিকিৎসাধীন।
Developed by: Helpline : +88 01712 88 65 03