সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের আটকাদেশ আরও এক মাস বাড়িয়েছে কুয়েত।রোববার সকালে কুয়েতের সুপ্রিম কোর্টে আটকাদেশ পুনর্বিবেচনাবিষয়ক বিচারকের চেম্বারে হাজির করা হলে বিচারক তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
কুয়েতে মানব ও অবৈধ টাকা পাচার এবং ঘুষ লেনদেনের অভিযোগে গত ৬ জুন কুয়েতে আটক করা হয় পাপুলকে। এ নিয়ে পাঁচবার পাপুলের আটকাদেশ বাড়ানো হলো।
একইসঙ্গে পাপুরের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে আটক কুয়েতের মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহর আটকাদেশ আগামী দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এছাড়া অন্য দুই কুয়েতি নাগরিক হাসান আবদুল্লাহ আল খাদের ও নওয়াফ আলী আল শালাহির আটকাদেশও বাড়ানো হয়েছে।
সূত্র : আরব টাইমস
Developed by: Helpline : +88 01712 88 65 03