পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে খাগড়াছড়ি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাস পরিস্থিতির শুরুতে দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়া হয়। দেশের লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শর্তসাপেক্ষে কক্সবাজার-রাঙ্গামাটি-বান্দরবান পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় দীর্ঘ পাঁচমাস পর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) করোনাভাইরাস বিষয়ক জেলা কমিটির সভা শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান সহ ছয় শর্তে পর্যটন কেন্দ্র খুলে দেয়ার ঘোষণা দেন।

প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ২৮ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ছয় শর্ত মেনে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র ও মায়াবিনী লেক সীমিত পরিসরে খুলে দেয়া হবে।

শর্তের মধ্যে পর্যটনকেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরিধান, স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে প্রবেশ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনের স্বাস্থ্যবিধি মেনে চলা অন্যতম।

উল্লেখ্য,করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ১৮ মার্চ খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে আনুষ্ঠানিকভাবে সাজেকের হোটেল, রিজোর্ট, কটেজ ও রেস্তোরাগুলো বন্ধ থাকে ২১ মার্চ থেকে। সেই থেকে খাগড়াছড়ি ও সাজেকের সব কটি পর্যটন কেন্দ্র ও স্থাপনাগুলো ফাঁকা রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...