সব
স্বদেশ বিদেশ ডট কম
আগামীকাল ২৫ আগষ্ট থেকে পাবনা-০৪ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২৯ আগষ্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম জাতীয় পার্টি চেয়ারম্যান-এর কার্যালয়ে গ্রহণ করা হবে। ৩১ আগষ্ট বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।
আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
ঢাকা-০৫ এবং নওগাঁ-০৬ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝেও ২৫ আগষ্ট থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হবে। ঢাকা-০৫ ও নওগাঁ-০৬ আসনের তফসিল ঘোষণা হলেই এই আসনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের তারিখ জানিয়ে দেয়া হবে।
Developed by: Helpline : +88 01712 88 65 03