সব
স্বদেশ বিদেশ ডট কম
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকা থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকার একটি টিন শেডের আধাপাকা ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন- গুলনাহার বেগম (৩৫) এবং তার ছেলে মো. রিফাত (৮)। গুলনাহার বেগম বিভিন্ন বাসা-বাড়িতে রান্নার কাজ করতেন।
বিজয় বসাক জানান, ২ কক্ষের ওই বাসায় গুলজার বেগম ছেলে রিফাত এবং গার্মেন্টে চাকরিজীবী মেয়ে ময়ূরীকে নিয়ে ভাড়া থাকতেন। সন্ধ্যার পর ময়ুরী কাজ থেকে বাসায় ফিরে তার মায়ের লাশ ঘরের বাথরুমে এবং ভাইয়ের লাশ রান্নাঘরে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গুলজার বেগমের পেটে ছুরিকাঘাতের এবং ছেলে রিফাতের গলায় ভোতা কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে খুনের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Developed by: Helpline : +88 01712 88 65 03