শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১:৩৬ অপরাহ্ণ

মার্শান্ট ডি ল্যাঙ্গে ইতিহাস গড়ে ফেললেন। তার মূল কাজ বোলিং। কিন্তু গ্ল্যামরগনের এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার রেকর্ড গড়লেন ব্যাটিংয়ে। কাউন্টি ক্লাবটির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি উপহার দিলেন ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে।

বব উইলিস ট্রফিতে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে সোমবার এই কীর্তি গড়েছেন ডি ল্যাঙ্গে। দলের দ্বিতীয় ইনিংসে করেছেন ৬২ বলে সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ৭৩ রানে পিছিয়ে থাকা গ্ল্যামরগন দ্বিতীয় ইনিংসে ৬০ রানে হারিয়েছিল ৮ উইকেট। পাল্টা আক্রমণে ডি ল্যাঙ্গের রেকর্ড অভিযান শুরু সেখান থেকেই। সাতে নামা ড্যান ডাউথওয়েটকে নিয়ে নবম উইকেটে ডি ল্যাঙ্গে গড়েন ১১৮ বলে ১৬৮ রানের জুটি।

শেষ ব্যাটসম্যান হিসেবে ডি ল্যাঙ্গে আউট হন ৭৮ বলে ১১৩ রান করে। ৬ চারের পাশে ইনিংসে ছিল ৯টি ছয়। ডাউথওয়েট করেন ৯২ বলে ৮৬। ব্যাটিং ঝড়ের আগে প্রথম ইনিংসে নিজের মূল কাজেও ডি ল্যাঙ্গে ছিলেন সফল, উইকেট নিয়েছেন ৪টি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...