সব
স্পোর্টস ডেস্ক,
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন মৌসুম শুরু হবার আগেই ক্লাব ছাড়ার কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। গত বছর তিনি যখন ষষ্ঠ বারের মত ব্যালন ডি’অর খেতাব জয় করেছিলেন, তখন থেকেই গণমাধ্যমে গুঞ্জন উঠে বার্সা ছাড়তে পারেন মেসি। তবে বরাবরের মতই বিষয়টি অস্বীকার করে আসছেন আর্জেন্টাইন সুপার স্টার। কিন্তু শেষ পর্যন্ত সেই গুজবটিকেই সত্যি পরিণত করতে যাচ্ছেন মেসি।
মঙ্গলবার এক ফ্যাক্স বার্তায় তিনি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন কাতালানদের। বাজ পড়ার মত এই সংবাদের মাধ্যমে বার্সেলোনার সাথে ২০ বছরের সম্পর্কের শেষটাও অনেকেই দেখে ফেলেছেন। এখানেই ছয়বারে ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অথচ ক্লাবের সাথে তার সম্পর্কের শেষটা খুব একটা সুখকর হচ্ছেনা বলেই অনেকে শঙ্কা প্রকাশ করেছেন।
ক্লাবের প্রতি নিজের ক্ষোভের বিষয়টিও মেসি তার ফ্যাক্স বার্তায় উল্লেখ করেছেন।
মেসির ফ্যাক্ট ফাইল
পুরো নাম: লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিটিনি
জন্ম তারিখ: ২৪ জুন ১৯৮৭ ইং
জন্মস্থান: রোজারিও (আর্জেন্টিনা)
জাতীয়তা: আর্জেন্টাইন
উচ্চতা: ১.৬৯ সেন্টিমিটার
ওজন: ৭২ কেজি
ক্যারিয়ার:
পজিশন: ফরোয়ার্ড
ক্লাব: বার্সেলোনা (২০০৪ সাল থেকে)
আর্জেন্টিনা: ১৩৮টি ম্যাচ, ৭০ গোল
আন্তর্জাতিক সম্মান:
২০০৫: অনুর্ধ-২০ বিশ্ব চ্যাম্পিয়ন
২০০৮: অলিম্পিক স্বর্ন পদক
ক্লাবের হয়ে সম্মান:
চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা: ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৫
লা লীগা শিরোপা: ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯
কোপা দেল রে: ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮
ইউরোপীয় সুপার কাপ: ২০০৯-২০১০, ২০১১-২০১২, ২০১৫-২০১৬
স্প্যানিশ সুপার কাপ: ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭, ২০০৯-২০১০, ২০১০-২০১১, ২০১১-২০১২, ২০১২-২০১৩, ২০১৩-২০১৪, ২০১৬-২০১৭, ২০১৮-২০১৯
ক্লাব বিশ্বকাপ: ২০০৯-২০১০, ২০১১-২০১২, ২০১৫-২০১৬
ব্যক্তিগত সম্মান:
ব্যালন ডি’অর: ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯
উয়েফা ইউরোপীয় মৌসুম সেরা খেলোয়াড়: ২০১১, ২০১৫
বিশ্বকাপ গোল্ডেন বল সেরা খেলোয়াড়: ২০১৪
কোপা আমেরিকা সেরা খেলোয়াড়: ২০১৫
চ্যাম্পিয়ন্স লীগ শীর্ষ গোলদাতা: ২০০৮-২০০৯ (৯ গোল), ২০০৯-২০১০ (৮ গোল), ২০১০-২০১১ (১২ গোল), ২০১১-২০১২ (১৪ গোল), ২০১৪-২০১৫ (১০ গোল), ২০১৮-২০১৯ (১২ গোল)।
লা লীগা শীর্ষ গোলদাতা: ২০০৯-২০১০ (৩৪ গোল), ২০১১-২০১২ (৫০ গোল), ২০১২-২০১৩ (৪৬ গোল), ২০১৬-২০১৭ (৩৭ গোল), ২০১৭-২০১৮ (৩৪ গোল), ২০১৮-২০১৯ (৩৬ গোল), ২০১৯-২০২০ (২৫ গোল)।
অলিম্পিকের সেরা খেলোয়াড়: ২০০৮
অনুর্ধ -২০ বিশ্বকাপ সেরা খেলোয়াড়: ২০০৫
রেকর্ড:
ব্যালন ডি’অর খেতাব: ৬বার
লা লীগায় করা গোল সংখ্যা: ৪৪৪
এক মৌসুমে বড় কোন আসরে করা রেকর্ড গোল : ২০১১-২০১২ (৫০ গোল)
আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বাধিক গোল: ২০০৬-২০১৯ (৭০ গোল)
এক ক্যালেন্ডার বছরে সব ধরনের টুর্নামেন্টের সর্বাধিক গোল সংখ্যা : ২০১২ (৯১ গোল)
এক মৌসুমে সব ধরনের টুর্নামেন্টের সর্বাধিক গোল সংখ্যা: ২০১১-২০১২ (৭৩ গোল)।
Developed by: Helpline : +88 01712 88 65 03